বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তোমারি প্রকাশ মহান, রে নিখিল দুনিয়া জাহান্!
রাগ: দেশি টোড়ি মিশ্র, তাল: কাহার্বা
তোমারি প্রকাশ মহান, রে নিখিল দুনিয়া জাহান্!
তোমারি জ্যোতিতে রওশন্ নিশিদিন জমিন ও আস্মান্॥
নিভিল কোটি তপন চাঁদ তোমারে খুঁজিয়া প্রভু,
কত দাউদ ঈশা মুসা করিল তব জয়গান॥
তোমারে কত নামে হায় ডাকিছে বিশ্ব শিশুর প্রায়,
কত নাজে পূজে তোমায় ফেরেশতা হুর পরী ইনসান্॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। এইচএমভি কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের একটি চুক্তি হয়েছিল ১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৯ মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪০) তারিখে। এই চুক্তিতে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১০-১১ মাস।
- গ্রন্থ:
-
গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। দেশী টোড়ি মিশ্র-কার্ফা। পৃষ্ঠা:
১০৮]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৮৭। দেশী টোড়ি মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ২৭৯]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৪৮৪। রাগ: দেশি টোড়ি মিশ্র, তাল: কাহার্বা। পৃষ্ঠা:
৪৪৬।]
- রেকর্ড: এইচএমভি [আগষ্ট ১৯৩৩
(শ্রাবণ-ভাদ্র ১৩৪০)। এন ৭১৩৫। শিল্পী গণি
মিঞা (ধীরেন দাস)।
স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্ম সঙ্গীত [ইসালমি গান, হামদ]
- সুরাঙ্গ: গজলাঙ্গ
- রাগ:
দেশী টোড়ি
- তাল:
কাহারবা