দেশী টোড়ি
উত্তর ভারতীয় পদ্ধতিতে এটি একটি রাগ বিশেষ। এটি পৃথক রাগ নাকি দেশী রাগের প্রকর্ণ, এ নিয়ে মতভেদ আছে। বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে-এর প্রণীত ক্রমিকপুস্তকমালিকা (ষষ্ঠ খণ্ড) অনুসারে এই রাগকে টোড়ি একটি প্রকরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে কখনো কখনো শুদ্ধ ধৈবত ব্যবহার করা হয়। এর পূর্বাঙ্গে সারং এবং উত্তরাঙ্গে শাবরী যুক্ত করে এই রাগের সৃষ্টি হয়েছে। ভাতখণ্ডেজির প্রদর্শিত উঠাও হলো-

উঠাও: ণ্ স, র প জ্ঞ, র, ণ্ স, র ম প র ম প, দ প, ম প, জ্ঞ, র, প জ্ঞ র, ণ স।

ভারতবর্ষ পত্রিকার  'কার্তিক ১৩৪৫ (অক্টোবর- নভেম্বর ১৯৩৪) সংখ্যায় কাজী নজরুল ইসলামের রচিত- ‌'মোর না মিটিতে আশা [তথ্য]' গানটি জগৎঘটক স্বরলিপি প্রকাশিত হয়েছিল। দেশী টোড়িতে নিবদ্ধ এই স্বরলিপির পাদটীকায় স্বরলিপিকার এই রাগের একটি সংক্ষিপ্ত পরিচিতি দিয়েছেন।