বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আঁধার ভীত এ চিত যাচে মা গো আলো আলো

আঁধার ভীত এ চিত যাচে মা গো আলো আলো।
বিশ্ববিধাত্রী আলোকদাত্রী নিরাশ পরানে আশার সবিতা জ্বালো
                                        জ্বালো, আলো, আলো॥
                হারায়েছি পথ গভীর তিমিরে
                লহ হাতে ধ'রে প্রভাতের তীরে
পাপ তাপ মুছি' কর মা গো শুচি, আশিস-অমৃত ঢালো॥
দশ প্রহরণধারিণী দুর্গতিহারিণী দুর্গে মা অগতির গতি
সিদ্ধি-বিধায়িনী দনুজ-দলনী বাহুতে দাও মা শকতি।
                তন্দ্রা ভুলিয়া যেন মোরা জাগি ─
                এবার প্রবল মৃত্যূর লাগি',
রুদ্র-দাহনে ক্ষুদ্রতা দহ' বিনাশ গ্লানির কালো॥

১. প্রভু,
২. নাথ,
৩. পাণ্ডুলিপিতে এখানে দুটি পঙ্‌তি বেশি আছে :
              অচেতন প্রাণে জাগরণ তৃষ্ণা আনো আনো
              জড়তার বুকে জীবন-পিপাসা দানো দানো।