আহীর ভৈরব, আনন্দ ভৈরব, শিবমৎ ভৈরব প্রভৃতির ভৈরবীর যে আত্মজ রাগ আছে, সেগুলিকে কথায় ও সুরে সুষমামণ্ডিত ক.রে সুন্দররূপে চিত্রিত করেছেন কবি নজরুল ইস্লাম। কবি নজরুল ইস্লাম এর আগে রাগ-রাগিণীর সূপ-সৌন্দর্য উপহার দিয়ে আমাদের শ্রোতৃবৃন্দকে যথেষ্ঠ আনন্দ দান করেছেন, তাঁর "ষট্-ভৈরব" বেতার-শ্রোতাদের কাছে আরও উপভোগ্য হ.য়ে উঠ্বে। এই অনুষ্ঠানে সঙ্গীতাংশ অবতীর্ণ হবেন চিত্তরঞ্জন রায়, শৈলদেবী ও গীতা বসু। কথাংশের ভার নিয়েছেন অনিল দাস। "ষট্-ভৈরবে"র অধিবেশন হবে ১৩ই জুলাই-এর প্রাতঃকালীন অনুষ্ঠানে-বেলা ৮-২৫ মিনিটে।বেতার জগতের [১২শ বর্ষ ১৩শ সংখ্যা, পৃষ্ঠা ৭৭৮] অনুষ্ঠানপত্রে উল্লেখ ছিল-
ষট্ ভৈরব [সঙ্গীতানুষ্ঠান]
রচনা ও প্রযোজনা- কাজী নজরুল ইসলাম
সহযোগ-সঙ্গীত- যন্ত্রীসংঘ
বর্ণনা- অঙনিল দাস
বিভিন্ন অংশে- চিত্তরঞ্জন রায়, শৈল দেবী ও গীতা বসু
The Indiann-Listener [22 Sepetember 1939/Vol. VI No. 13. Page 79] পত্রিকায় প্রকাশিত এ বিষয়ের সংবাদ
Calcutta 1. Transmisission I
8.25 A ShAT BHAIRAV
A Musical Extravaganza
Written and Produced by Kazi Nazrul Islam
Suporteted by Jantri Sanghua
Narration by Anil Das
Presented by Chittaranjan Roy, Shaila Devi and Geeta Bose
This is a demonasytration of six Ragas of the Bhaurav Class, Shuch as Bhairav proper, Aheer Bhairav, Ananda Bhairav, Shivamat Bhairav etec
Revival of forgotten ragas: Aheer-Bhairav/By Qazi Nazrul Islam and Suresh ch. Chakravarti
১. অরুণকান্তি কে গো যোগী ভিখারি [তথ্য]
রাগ: আহির ভৈরব ।
২. জয় আনন্দ-ভৈরব [তথ্য]
রাগ: আনন্দ ভৈরব
৩. জাগো বিরাট ভৈরব যোগ সমাধি মগ্ন [তথ্য]
রাগ: বিরাট-ভৈরব
৪. মদালস ময়ূর-বীণা কার বাজে [তথ্য]
রাগ: সৌরাষ্ট্র ভৈরব
৫. নৃত্যকালী শঙ্কর সঙ্গে নাচে [তথ্য]
রাগ: বঙ্গাল-ভৈরব ।