সৌরাষ্ট্র ভৈরব
অন্যনাম: সৌরাষ্ট্র টঙ্ক
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে
ভৈরব
ঠাটের অন্তর্গত রাগ বিশেষ।
কালাংড়া,
বঙ্গাল
এবং পঞ্চম রাগের সংমিশ্রণে এই রাগটি তৈরি
হয়েছে। এর উত্তরাঙ্গে মধ্যম ও ধৈবতের সঙ্গতের কারণে বিভাসের কিছুটা রূপ পাওয়া যায়।
কোনো কোনো মতে এর উত্তরাঙ্গে বিলাবলের রূপ পাওয়া যায়। এর পূর্বাঙ্গে ভৈরবের আভাস
পাওয়া যায়।
এই রাগে দুটি ধৈবত ব্যবহৃত হয়। এর আরোহণে শুদ্ধ ধৈবত এবং অবরোহণে কোমল ধৈবত ব্যবহৃত
হয়। এই রাগে নিখাদ দুর্বল। আরোহণে পঞ্চম বর্জিত।
আরোহণ
: স ঋ গ ম ধ ন র্স
অবরোহণ: র্স
নদ প ম গ ঋ স
ঠাট
ভৈরব
জাতি: ষাড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর: ম
সমবাদী স্বর:
ষড়্জ
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়: দিবা
প্রথম প্রহর (প্রাতঃকালে গাওয়া হয়)।
পকড় :
স গ ম, ঋ স ন্ ধ্ স। গ ম প, গ ম, ঋ, গ ম ধ, ম ধ প, মপ
ম, গ ঋ, স
সূত্র:
- মারিফুন্নাগমাত। রাজা নওবাব
আলী খান। অনুবাদ: মক্সুদুর রহমান হিলালী। বাংলা একাডেমী. বর্ধমান হাউস, ঢাকা।
শ্রাবণ ১৩৭৪, জুলাই ১৯৬৭। পৃষ্ঠা: ১৫৭-১৫৮।
- হিন্দুস্থানী সঙ্গীত পদ্ধতি।
একাদশ খণ্ড। পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে। সম্পাদনা ধরিত্রী রায় ও অসীমকুমার
চট্টোপাধ্যায়। দীপায়ন। কলিকাতা। বৈশাখ ১৩১৯। পৃষ্ঠা: ১৮-২১।
- রাগ-রূপায়ণ। প্রথম খণ্ড। সুরেশচক্রবর্তী জেনারেল
প্রিন্টার্স য়্যান্ড পাব্লিশার্স প্রাইভেট লিমিটেড, কলিকাতা। পৃষ্ঠা: ৬১।