বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
সংসারেরি দোলনাতে মা
সংসারেরি দোলনাতে মা ঘুম পাগিয়ে কোথায়
গেলি?
আমি অসহায় শিশুর মত ডাকি মা দুই বাহি মেলি’॥
অন্য শক্তি নাই মা তারা
‘মা’ বুলি আর কান্না ছাড়া,
তোরে না দেখলে কেঁদে উঠি, আবার কোল পেলে মা হাসি
খেলি॥
(ও মা) ছেলেকে তোর তাড়ন করে মায়ারূপী সৎমা এসে।
আবার ছয় রিপুতে দেখায় মা ভয় পাপ এলো পুতনার বেশে।১
মরি ক্ষুধা তৃষ্ণাতে মা
শ্যামা আমার কোলে নে মা।
আমি ক্ষণে চমকে উঠি ভাবি দয়াময়ী মা কি এলি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে (মাঘ-ফাল্গুন
১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির রেকর্ড করেছিল। পরে রেকর্ডটি বাতিল
করা হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৮ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।
২১১৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৩৮।
- রেকর্ড:
- এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৮ (মাঘ-ফাল্গুন ১৩৪৪)। শিল্পী: সুধীর দত্ত।
রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়
- এইচএমভি [জুলাই ১৯৪৫ (আষাঢ়-শ্রাবণ ১৩৫২)। এন ২৭৫২৯। শিল্পী: মৃণালকান্তি
ঘোষ। সুর: গোপেন মল্লিক। রাগেশ্রী]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- সুরকার: গোপেন মল্লিক
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত]
- সুরাঙ্গ: ভজন