বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: পিয়া পাপিয়া পিয়া বোলে
রাগ: পিলু,
তাল: দাদরা
পিয়া পাপিয়া পিয়া বোলে।
'পিউ পিউ পিউ কাঁহা' পাপিয়া পিয়া বোলে॥
সে পিয়া পিয়া সুরে বাদল ঝুরে, নদী-তরঙ্গ দোলে।
কূলে কূলে কুলু, কুলু নদী-তরঙ্গ দোলে।
ফুটিল দল মেলি' কেতকী, বেলি, শিখী পেখম খোলে।
দু'লে দু'লে দু'লে নেচে' শিখী পেখম খোলে॥
পিয়ায় যা'রা নাহি পেল হেথায়, তাহারা কি
এসেছে ধরায় পুন হইয়া পাপিয়া পাখি?
দেখিয়া ঘরে ঘরে তরুণীর কালো আঁখি
'পিউ কাঁহা পিউ কাঁহা' আজিও উঠিছে ডাকি'!
পিয়া পাপিয়া পিয়া বোলে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা
'
গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] গানটি প্রথম
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
-
গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। পিলু-দাদরা। পৃষ্ঠা:
১৪]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ১২। পিলু-দাদরা। পৃষ্ঠা ২৩২]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২১৮৫। রাগ: পিলু,
তাল: দাদরা। পৃষ্ঠা: ৬৫৭]
- রেকর্ড: মেগাফোন [মার্চ ১৯৩৫ (ফাল্গুন-চৈত্র ১৩৪১)। জেএনজি ১৭৪। শিল্পী: মিস্ রেণুকা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- সুরকার: জ্ঞান দত্ত
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রেম ও প্রকৃতি
- সুরাঙ্গ: গজল
- রাগ:
পিলু
- তাল:
দাদরা
- গ্রহস্বর: মা