বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: বিদেশী অতিথি সিন্ধু পারে পথহারা ফিরি দ্বারে দ্বারে
পুরুষ : বিদেশী অতিথি সিন্ধু পারে
পথহারা ফিরি দ্বারে দ্বারে।
স্ত্রী : বাইরে হিম ঝরে ঝিম্ ঝিম্ ঝিম্ বন্ধু এসো
এপারে॥
পুরুষ : তোমারে বুঝি না বুঝি বা আধেক
স্ত্রী : নয়নের ভাষায় বঁধু সব দেশে এক,
পুরুষ : তুমি ঊষা, ল’য়ে তুষার কর খেলা – ভোরবেলা।
স্ত্রী : পুবের তপন সম রাঙাও জীবন মম তোমার
কিরণধারে॥
পুরুষ : তব কণ্ঠে সুর শুনি হায় সকরুণ স্মৃতি জাগায়,
স্ত্রী : বিদেশী চেরী-কুসুমের মালিকা লহ গলায়।
উভয়ে : চল যাই যেথা নাই দেশের বন্ধন
নাহি গো ক্রন্দন,
নিরুদ্দেশের পথে প্রেম অভিসারে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪০) মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৩ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২ খ্রিষ্টাব্দ। ১৬১৭ সংখ্যক গান। পৃষ্ঠা:
৪৮৩।
- রেকর্ড:
মেগাফোন [সেপ্টেম্বর ১৯৩৩ (ভাদ্র-আশ্বিন ১৩৪০)।
জেএনজি ৭১। শিল্পী জ্ঞান দত্ত ও শ্রীমতী পারুল। বিষয়: দ্বৈত গীতি]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল: তালফেরতা (কাহারবা ও
দাদরা)
- গ্রহস্বর: সা