বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: শূন্য আজি গুল-বাগিচা যায় কেঁদে দখিন্ হাওয়া।
রাগ : কাফি মিশ্র, তাল : কাহারবা
শূন্য আজি গুল-বাগিচা যায় কেঁদে দখিন্ হাওয়া।
রাঙা-গুলের বাজার আজি স্মৃতির কাঁটায় ছাওয়া॥
ধূলি ঢাকা ফুল-সমাধি আজি সে গুলিস্তানে
ছিল যথায় খুশির জল্সা বুল্বুলির গজল্ গাওয়া॥
শুক্নো পাতায় ছেয়েছে আজ সাকির চরণ-রেখা
নাহি সেথায় বঁধুর লাগি' বধুর আসা যাওয়া॥
নাহি মিঠা পানির নহর আছে প'ড়ে বালুচর
এ যেন গো হৃদয়ের ভরা-ডুবির পথ বাওয়া॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- সুর-সাকী।
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী,
ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ২১। কাফি-মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ২৩৩-২৩৪]
- রেকর্ড:
টুইন। ডিসেম্বর ১৯৩২ (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৯)। এফটি
২৩১৮। শিল্পী: কুমারী শীলা হাজরা
[নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
নজরুল সঙ্গীত স্বরলিপি চতুর্দশ খণ্ড
(নজরুল ইন্সটিটিউট)। ২৩ সংখ্যক গান। রেকর্ডে কুমারী শীলা হাজরার গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।
[নমুনা]
- পর্যায়: