বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : মন কার কথা ভেবে এমন উদাস করে।
রাগ: ভৈরবী, তাল: কার্ফা
মন কার কথা ভেবে এমন উদাস করে।
দেখেছি ভোর বেলাতে স্বপ্নে কা’রে, জেগে তায় মনে নাহি পড়ে॥
কবে সে ভোর বেলাতে গেছিলাম ফুল কুড়াতে
পথে কার নয়ন-ফণি দংশিল বুকের ’পরে,
আজি কি সেই চাহনির বিষের জ্বালা উঠিল ব্যথায় ভ’রে॥
মনে করিতে তারে শিহরি’ উঠি ভয়ে
ভুলিতে গেলে আরো ব্যথা বাজে হৃদয়ে,
এমনি ক’রে কি গো বন-মৃগ মরুতে ছুটে’ মরে॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের
আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১ মাস।
- গ্রন্থ:
-
সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী,
ঢাকা।
[জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৫৪। ভৈরবী-কার্ফা। পৃষ্ঠা: ২৫৩-২৫৪]
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। রাগ: ভৈরবী, তাল: কার্ফা। গান সংখ্যা
১৬৫৬। পৃষ্ঠা: ২৫৪]