বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : মন কার কথা ভেবে এমন উদাস করে।

              রাগ: ভৈরবী, তাল: কার্ফা

মন কার কথা ভেবে এমন উদাস করে।
দেখেছি ভোর বেলাতে স্বপ্নে কা’রে, জেগে তায় মনে নাহি পড়ে॥
কবে সে ভোর বেলাতে গেছিলাম ফুল কুড়াতে
পথে কার নয়ন-ফণি দংশিল বুকের ’পরে,
আজি কি সেই চাহনির বিষের জ্বালা উঠিল ব্যথায় ভ’রে॥
মনে করিতে তারে শিহরি’ উঠি ভয়ে
ভুলিতে গেলে আরো ব্যথা বাজে হৃদয়ে,
এমনি ক’রে কি গো বন-মৃগ মরুতে ছুটে’ মরে॥