বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চলো সাম্লে পিছল পথে গোরী
চলো সাম্লে পিছল পথে গোরী।
ভরা যৌবন তায় ভরা গাগরি॥
নীর ভরণে এসে সখি নদী-তীর
তীর খেয়ো না হৃদয়ে ডাগর আঁখির,
জলে ভাসিবে নয়ন কিশোরী॥
হৃদি নিঙাড়ি এ পথে প্রেমিক কত
সখি করেছে রুধির-পিছল এ পথ,
কেহ উঠিল না এ পথে পড়ি'॥
তব ঘটের সলিল চাহিয়া সই
কত তৃষ্ণা-আতুর পথিক দাঁড়ায়ে ঐ,
মরুভূমে তুমি মেঘ-পরী॥
- পাঠভেদ:
- সামলে চলো পিছল পথে [সুর-সাকী]
চলো সাম্লে পিছল পথে গোরী [নজরুলসঙ্গীত সংগ্রহ]
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই
১৯৩২) মাসে প্রকাশিত '
সুর-সাকী'
গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময়
নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ। ১৯৩২ খ্রিষ্টাব্দের ৭ জুলাই (বৃহস্পতিবার ২৩ আষাঢ় ১৩৩৯)
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা
একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।
সুর-সাকী। ৬৪। খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা: ২৬২]
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৩৮২। পৃষ্ঠা: ৪১৮]
- রেকর্ড: মেগাফোন [জুলাই ১৯৩৩ (আষাঢ়-শ্রাবণ ১৩৪০)। জেএনজি ৬৪। শিল্পী: মিস্ মন্টি]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: নৃত্যের গান, মিশ্র
খাম্বাজ নিবদ্ধ
- তাল:
দাদরা [দ্রুত]
- গ্রহস্বর: পা