বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কেরানি আর গোরুর কাঁধ এই দুই-ই সমান দাদা
পিলু খাম্বাজ–কারফা
শা আর শুঁড়ি মিলে শাশুড়ি কি হয় গো।
শ্যাম-প্রেমে বাধা দেয় স্বামী তারে কয় গো॥
নয় নদী মিলে হয় ননদি সে দজ্জাল,
জুতো জামা-ই সার যার–জামাই সে মহাকাল,
যার কসুর হয় না সে শ্বশুর মহাশয় গো॥
সে ভাদ্দর-বউ, যার ভাদ্দর মাসে বিয়ে,
দেবর সে জন, দেয় বর যে দাদারে দিয়ে।
ভাসুর সে, অসুরের মতো যারে ভয় গো॥
বেহায়া চশম-খোর, তাই কি বেহাই কই,
পিষিয়া মারেন বলে নাম কি পিসিমা ওই,
সবারই সে ভাগ নেয় ভাগনেরই জয় গো॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ২৩ আষাঢ় (৭ জুলাই, ১৯৩২
) মাসে
প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১ মাস।
- গ্রন্থ:
-
সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী,
ঢাকা।
সুর-সাকী। ৮৯ সংখ্যক গান। পিলু খাম্বাজ-কার্ফা। পৃষ্ঠা ২৭৯]
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ২৪৩২।
। পৃষ্ঠা: ৭৫১]
- রেকর্ড:
এইচএমভি [সেপ্টেম্বর
১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)।
এন ৭০৩২। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায়