বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: কত আর এ মন্দির দ্বার, হে প্রিয়, রাখিব খুলি'
কত আর এ মন্দির দ্বার, হে প্রিয়, রাখিব খুলি'।
বয়ে যায় যে লগ্নের ক্ষণ, জীবনে ঘনায় গোধূলি॥
নিয়ে যাও বিদায়-আরতি, হ'ল ম্লান আঁখির জ্যোতি;
ঝরে যায় শুষ্ক স্মৃতির মালিকা-কুসুমগুলি॥
কত চন্দন ক্ষয় হ'ল হায়, কত ধূপ পুড়িল বৃথায়;
নিরাশায় সে পুষ্প কত ওপায়ে হইল ধূলি॥
ও বেদী-তলে কত প্রাণ-
হে পাষাণ নিলে বলিদান;
তবু হায় দিলে না দেখা- দেবতা, রহিলে ভুলি'॥
- ভাবসন্ধান: সারা জীবন গেছে ভক্তের আরাধ্য দেবতা দর্শনে আকাঙ্ক্ষায়
মন্দিরে দ্বার খুলে অপেক্ষার প্রহর গুনেছেন। জীবনের শেষ লগ্নে এসেও ভক্ত তাঁর
দেখা পান নি। দেব-অদর্শনের এই অভিমানে, ভক্ত সেই দেবতার কাছেই তাঁর শেষ
প্রার্থনাকে উপস্থাপন করেছেন তাঁর শেষ নিবেদন হিসেবে। তাঁর দৃষ্টি-জ্যোতি ম্লান
হয়ে গেছে, ঝরে গেছে শুষ্ক স্মৃতি-পুষ্পের মালা। ভক্ত তাই তাঁর শেষ বিদায়ের আরতি
দিয়ে দেবতাকে বিদায় জানিয়েছেন শেষ বারের মতো।
ভক্তের স্মৃতিতে রয়েছে গেছে আরতির নানা উপাচারের কথা। পূজা নিবেদনে চন্দন কাঠ
ক্ষয় করেছেন তিনি, কত ধূপ পুড়েছে, তাঁর পায়ে নিবেদিত কত পুষ্পার্ঘ ধূলা হয়ে
ধূলায় মিশেছে। মন্দিরের বলির বেদীতে কত প্রাণ বিসর্জিত হয়েছে, কিন্তু পাষাণ
দেবতা পাষাণ হৃদয়ে নির্বিকার থেকেছে। তবু ভক্তকে দেবতার দেখা দেন নি।
- রচনাকাল ও স্থান: গানটি রচনার কোনো সুনির্দিষ্ট
তারিখ পাওয়া যায় না।
নাচঘর পত্রিকার ২২শে আশ্বিন ১৩৩৮ সংখ্যায় (বৃহস্পতিবার ৫ অক্টোবর ১৯৩১) গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩২ বৎসর ৪ মাস।
-
গ্রন্থ:
-
সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]। ভীমপলশ্রী-কাওয়ালি। গান
সংখ্যা ৭।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী,
ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।
সুর-সাকী। ৭। ভীমপলশ্রী-কাওয়ালি। পৃষ্ঠা: ২২৫-২২৬]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৫৩৮]
- পত্রিকা:
- নাচঘর। ২২শে আশ্বিন ১৩৩৮ সংখ্যায় (বৃহস্পতিবার ৫ অক্টোবর ১৯৩১)।
ভীম পলশ্রী-ঠুংরী
-
ভারতবর্ষ। জ্যৈষ্ঠ ১৩৩৯
(মে-জুন ১৯৩২)। উমাপদ
ভট্টাচার্য এম এ, ও জগৎ ঘটক-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল।
[নমুনা]
- রেকর্ড: টুইন। ফেব্রুয়ারি ১৯৩২ (মাঘ-ফাল্গুন ১৩৩৮)। এফটি ৮৪৭। শিল্পী: হরেন্দ্রনাথ
চট্টোপাধ্যায়
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। সাধারণ। দেবসত্তা।
ব্যর্থ প্রার্থনা
- সুরাঙ্গ:
ঠুমরি