বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সখি লো তায় আন ডেকে যে গান গেয়ে যায় পথ দিয়ে
রাগ: মাঢ়, তাল:
রূপক
সখি লো তায় আন ডেকে যে গান গেয়ে যায় পথ দিয়ে।
সই দিব তারে কণ্ঠহার, তার কণ্ঠেরি ঐ সুর নিয়ে॥
কারুর পানে
নাহি চায়
সে আপন মনে গেয়ে যায়
প্রাণ কাঁপে সুরের নেশায় নয়ন আসে ঝিমিয়ে॥
সখি লো শুধিয়ে
আয়
সে শিখিল এ
গান কোথায়
এত মধু তার গলায় কার অধর-সুধা পিয়ে॥
যার গানে এত
প্রাণ মাতায়
না জানি কি হয়
দেখ্লে তায়
তার সুর শুনে কেউ প্রাণ পায় কেউ ফেলে প্রাণ হারিয়ে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই
১৯৩২) মাসে প্রকাশিত '
সুর-সাকী'
গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময়
নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ। ১৯৩২ খ্রিষ্টাব্দের ৭ জুলাই (বৃহস্পতিবার ২৩ আষাঢ় ১৩৩৯)
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা
একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।
সুর-সাকী। ২৯। মাঢ়-রূপক। পৃষ্ঠা: ২৩৯-২৪০]
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। রাগ: মাঢ়, তাল: রূপক। গান সংখ্যা
২৯। পৃষ্ঠা: ২৩৯-২৪০]
রেকর্ড:
এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)]। এন ৭০২৪। শিল্পী: গোপাল সেন।
স্বরলিপিকার ও স্বরলিপি:
পর্যায়:
- বিষয়াঙ্গ:
প্রেম
-
সুরাঙ্গ:
রাগাশ্রয়ী