রূপক
উত্তর ভারতীয় সঙ্গীতে বহুল ব্যবহৃত একটি তাল। উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ধ্রুপদ ও ধ্রুপাদঙ্গের গানে ব্যবহৃত তাল বিশেষ। প্রাচীন ভারতীয় সংস্কৃত ছন্দে নিবদ্ধ প্রবন্ধগান থেকে ধ্রুপদের উৎপত্তির সূচনালগ্নে তালের উদ্ভব হয়েছিল। সুলতান আলাউদ্দীন খিলজি রাজত্বকালে (১২৯৬-১৩১৬ খ্রিষ্টাব্দ), বৈজু বাওরা গোপাল নায়কের রচিত রূপকে নিবদ্ধ ধ্রুপদের নমুনা পাওয়া যায়। পরবর্তী সময়ে চৌতালে নিবদ্ধ গান রচনা করেছিলেন- তানসেন যেমন-

মাত্রা সংখ্যা:
ছন্দপ্রকৃতি: বিষমপদী (৩।২।২)
তালি: ২টি
খালি: ১টি

 

তবলার ঠেকা

 

 

 

   

 

     
I

তিন

তিন্

না

ধিন

না

ধিন

 না I

তিন

 

 

 

 

 


 

পাখোয়াজের ঠেকা

 

 

 

   

 

     
I

তাগ্

দিৎ

তা

তাগ্

তৈটে

গদি

 ঘেনে I

তাগ্

 

 

 

 

 

 

 


সূত্র :