বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বাজায়ে কাঁচের চুড়ি পরানে দোল দিয়ে কে
বাজায়ে কাঁচের চুড়ি পরানে দোল দিয়ে কে
যায়।
কাঁকনে চুড়িতে বাজে সুর মধুর আওয়াজ
নাচনের লাগিল ছোঁয়াচ এ-নতুর কাচ-মহলায়॥
আঁচলে বাঁধা তার কোন্ বীণ্’
রিনিঝিন্ বাজে চাবির রিং,
কারে রাখি কারে শুনি চরে যায় সে যে চপল পায়॥
চরণ-কমল ধরি’ নূপুর মিনতি করে
ভ্রমর সম গুঞ্জরি’ চরণ ঘেরি’ গুঞ্জরে।
কারে দেখি কারে শুনি –
চলনের দোলন-গতি, না তাহার নূপুর-ধ্বনি
হিয়া মোর পথে তার লুটায় চরণ-পরশ আশায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে
প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১ মাস।
-
গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।
[জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৫৩ ।
খাম্বাজ মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ২৫৩]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২১৮৮। পৃষ্ঠা:
৬৫৮]
- রেকর্ড: মেগাফোন [জুলাই ১৯৩৩
(আষাঢ়-শ্রাবণ ১৩৪০)]। জেএনজি
৬২। শিল্পী:
ধীরেন দাস।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী
- মিশ্র খাম্বাজ
- তাল: কাহারবা