বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: বিঁধে গেল তীর তেরছ তার চাহনি
পাঠ ও পাঠভেদ: 
	হেনে গেল তীর তিরছ তার চাহনি [সুর-সাকী]
	
	
বিঁধে গেল তীর তেরছ তার চাহনি।
বিঁধিল মরম-মূলে চাহিল যেমনি॥
হৃদয় বনের নিষাদ সে নিঠুর
তনু তার ফুলবন আঁখি তাহে ফণি।
এলো যখন স্বপন-পরী উড়ায়ে আঁচল সোনালি,
মোর ধেয়ান-লোক হতে যেন এলো রূপ ধরে রূপওয়ালী।
দেহে তার চাঁদিনী-চন্দন মাখা, হায় চাহিল সে যেই
তার চোখের ঐ তীর খেয়ে কেঁদে কহিল হৃদি;
ওগো হেনে গেল তীর॥
	
	
		
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে 
	কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত '
	সুর-সাকী' 
	গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
		এই 
		সময় নজরুলের বয়স ছিল  ৩৩
		বৎসর ১ মাস।
 
- গ্রন্থ:
	
		- সুর-সাকী
			- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)] 
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, 
			ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ১৬ । পিলু মিশ্র-দাদরা। পৃষ্ঠা: ২৩১]
 
 
- রেকর্ড:
		- টুইন [সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)]। এফ.টি ২২১৬। শিল্পী: মিস 
		রাধারাণী
 
 
- স্বরলিপি ও স্বরলিপিকার:
	
	আহসান মুর্শেদ 
	[নজরুল সঙ্গীত স্বরলিপি,
	একচল্লিশতম খণ্ড, অগ্রহায়ণ ১৪২৪] গান সংখ্যা ১৭। পৃষ্ঠা: 
	৭৬-৮০ [নমুনা]
 
- পর্যায়:
	- বিষয়াঙ্গ: ধর্ম দর্শন [ইসলাম, সুফী দর্শন]
- সুরাঙ্গ: গজল