বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঢের কেঁদেছি ঢের সেধেছি, আর পারিনে, যেতে দে তাঁ'য়
রাগ: আশা, তাল: কাহারবা/দাদরা
ঢের কেঁদেছি ঢের সেধেছি, আর পারিনে, যেতে দে তাঁ'য়।
গ'ল্ল না যে চোখের জলে গ'ল্বে কি সে মুখের কথায়॥
যে চ'লে
যায় হৃদয় দ'লে
নাই কিছু তার হৃদয় ব'লে,
তারে মিছে অভিমানের ছলে
─
ডাক্তে আরো বাজে ব্যথায়॥
বঁধুর চ'লে যাওয়ার পরে
কাঁদব লো তার পথে প'ড়ে,
তার চরণ-রেখা বুকে ধ'রে
─ শেষ করিব জবিন সেথায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২)
মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী,
ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৪৪। আশা-কার্ফা। পৃষ্ঠা: ২৪৭-২৪৮]
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। রাগ: আশা, তাল:
কাহারবা/দাদরা
। গান সংখ্যা ১৬২০। পৃষ্ঠা: ৪৮৪]