বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: গিন্নির চেয়ে শালী ভালো মেসোর চেয়ে মামা
 
	
	
            তাল: কাহার্বা
		
গিন্নির চেয়ে শালী ভালো মেসোর চেয়ে মামা।
আর ডাইনের চেয়ে ডুগি ভালো অর্থাৎ কি না বামা॥
একশালা সে দোশালা আচ্ছা, চণ্ডুর চেয়ে গাঁজা,
আর হাতের চেয়ে ভালো, তেনার হাতদিয়ে পান সাজা,
আর ধাক্কার চেয়ে গুঁতো ভালো, উকোর চেয়ে ঝামা॥
টিকির চেয়ে বেণী ভালো, ধূতির চেয়ে শাড়ি,
আর পাঁঠার চেয়ে মুরগি ভালো, থানার চেয়ে ফাঁড়ি
ঠুঁটোর চেয়ে নুলো ভালো, প্যান্ট চেয়ে পায়জামা॥
আর পেয়াদার চেয়ে যম ভালোরে (ভাই), শালের চেয়ে বাঁশ,
আর দাঁড়ির চেয়ে গোফ্ ভালো ভাই আঁটির চেয়ে শাঁস,
আর ছেলের চেয়ে ছালা ভালো (ওগো), ঝুড়ির চেয়ে ধামা॥
পাকার চেয়ে কাঁচা ভালো, কালোর চেয়ে ফরসা
আর 
		পেত্নীর চেয়ে ভূত ভালো ভাই, ছাড়বার থাকে ভরসা,
আর 
		ঝগ্ড়ার চেয়ে কুস্তি ভালো, কাল্লুর চেয়ে গামা॥
	
	
	- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে 
		সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ২৩ আষাঢ় (৭ জুলাই, ১৯৩২) মাসে 
		প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই 
		সময় নজরুলের বয়স ছিল  ৩৩
		বৎসর ১ মাস।
 
- গ্রন্থ: 
	
	- সুর-সাকী
	
	- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]।  গান সংখ্যা ৮৬। 
	মিশ্র-খাম্বাজ
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, 
			ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।  
			সুর-সাকী। গান সংখ্যা ৮৬।  মিশ্র-খাম্বাজা। পৃষ্ঠা: ২৭৭-২৭৮]
 
 
- রেকর্ড:
টুইন। জানুয়ারি ১৯৩৩ (পৌষ-মাঘ ১৩৩৯)। এফটি ২৩৬১। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায়।
 
- স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্রিস আলী [নজরুল সঙ্গীত স্বরলিপি, দ্বাবিংশ খণ্ড, 
নজরুল ইন্সটিটিউট, ঢাকা ভাদ্র, ১৪০৭/ 
সেপ্টেম্বর, ২০০০ খ্রিষ্টাব্দ] চতুর্থ গান।
 [নমুনা]
 
- পর্যায়: 
- বিষয়াঙ্গ: হাসির গান
- সুরাঙ্গ: স্বকীয়
- তাল: 
কাহারবা
- গ্রহস্বর: পা