বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: হারানো হিয়ার নিকুঞ্জ পথ
হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায় সুখের সরব বইতে নামি॥
চারিপাশে মোর উড়িছে কেবল
শুকানো পাতা মলিন ফুল-দল।
বৃথায় কেন হায় তব আঁখিজল ছিটাও অবিরল দিবস-যামী॥
এলে অবেলা পথিক বেভুল
বিধিছে কাঁটা নাহি পাবে ফুল।
কি দিয়ে বরণ করিও চরণ নিভিছে জীবন জীবনস্বামী॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ২৩ আষাঢ় (৭ জুলাই, ১৯৩২
) প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১ মাস।
-
গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ। ১৯৩২ খ্রিষ্টাব্দের ৭ জুলাই (বৃহস্পতিবার ২৩ আষাঢ় ১৩৩৯)
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা
একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৩০। বাগেশ্রী -লাউনী। পৃষ্ঠা: ২৪০]
- রেকর্ড:
- সুরকার:
কাজী নজরুল ইসলাম,
- স্বরলিপি স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী
- গ্রহস্বর: সা