বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: বিরহের গুল্বাগে মোর ভুল ক'রে
রাগ: পাহাড়ি মিশ্র, তাল: রূপক
বিরহের গুল্বাগে মোর ভুল ক'রে আজ ফুটলো কি বকুল।
অবেলায় কুঞ্জবীথি মুঞ্জরিতে এলে কি বুল্বুল্॥
এলে কি পথ ভুলে মোর আঁধার রাতে ঘুম-ভাঙানো চাঁদ,
অপরাধ ভুলেছ কি, ভেঙেছে কি অভিমানের বাঁধ।
মরণ আজ মধুর হলো পেয়ে তব চরণ রাতুল॥
ওগো প্রদীপ নিভে আসে ইহারি ক্ষীণ আলোকে,
দেখে নিই শেষ দেখা যত সাধ আছে চোখে।
হে চির-সুন্দর মোর, বিদায়-সন্ধ্যা মম
রাঙালে এ কি রঙে উদয় ঊষার সম
ঝ'রে পড়ুক তব পায়ে আমার এই জীবন-মুকুল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ২৩ আষাঢ় (৭ জুলাই, ১৯৩২) মাসে
প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ। ১৯৩২ খ্রিষ্টাব্দের ৭ জুলাই (বৃহস্পতিবার ২৩ আষাঢ় ১৩৩৯)
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড।
বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।
সুর-সাকী। ২৬। পাহাড়ী মিশ্র-রূপক। পৃষ্ঠা: ২৩৭-২৩৮]
- পত্রিকা: ভারতবর্ষ। শ্রাবণ ১৩৩৯ (জুলাই-আগষ্ট ১৯৩২)। স্বরলিপি: জগৎঘটক।
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম [নমুনা]
- রেকর্ড: টুইন।
নভেম্বর ১৯৩২ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৯) এফটি ২২৮৮। শিল্পী: আব্বাস উদ্দীন আহমদ।
[শ্রবণ নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- স্বরলিপি ও স্বরলিপিকার:
সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর।
[নজরুল-সঙ্গীত স্বরলিপি, একাদশ খণ্ড (নজরুল ইনস্টিটিউট জুন ১৯৯৭)] ২০ সংখ্যক গান [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
গজল
- তাল:
- গ্রহস্বর: সা