বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: রাম-ছাগী গায় চতুরঙ্গ বেড়ার ধারে
                        চতুরঙ্গ
                রাম-ছাগী গায় চতুরঙ্গ বেড়ার ধারে।
                গাইয়ে ষাঁড়-সাথে বাছুর হাম্বা রবে- ভীষণ নাদ ছাড়ে,
                ফেটে বুঝি গেল কান, প্রাণে মারে!
    ‌            শুনিয়া হাই তোলে ভেউ ভেউ রোলে–ভুলোটা পগার-পারে॥
তেলেনা:     ডিম নে রে, তা দেরে, আমি না রে, তুই দেরে;
                নেরে ডিম, দেরে তা, তা দেনা,
                ওদের না না, তাদের না না, তুই দেরে ডিম!
                ওদের নাড়ি তাদের নারী দেদার নারী,
                দে রে নারী, যা ধেৎ, টানাটানি!
সরগম:       ধ প র ধ র গ, গ র গ ধ, গ র গ ধ,
                ন ধ ম ম প র ন, ম র গ, স র স ম।

তবলার বোল–  ভেগে যা, মেগে খা, মেরে কেটে খা, মেরে কেটে খা,
                    তেড়ে ধরে কাট দুম, ধরে কেটে রাখুন না রাখুন না
                কান দুটি যাক, শুধু কাটা থাক দুম॥