বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সাত ভাই চম্পা জাগো রে, ঐ পারুল তোদের ডাকে
তাল: কাহারবা
সাত ভাই চম্পা জাগো রে, ঐ পারুল তোদের ডাকে।
ভাই আর কত ঘুমাবি সবুজ পাতা-ঘেরা শাখে॥
কি যাদু করলি তোদের বিদেশী সৎ-মায়ে,
রাজার দুলাল ঘুমিয়ে আছিস আঁদার কানন-ছায়ে,
নিজেরা না জাগলে কবে মুক্ত করবি মা’কে॥
তোদের বোন এনেছে জিয়ন-কাঠি প্রাণের পরশ-মণি,
মায়া-নিদ্রা ভোলাতে ঐ গায় সে জাগরণী।
গুবরে পোকায় মউ খেয়ে যায় তোদের ঐ মৌচাকে॥
তোদের চাঁপা রঙে চাপা আছে অরুণ-কিরণ-রেখা;
তোরা জাগবি রে যেই, অমনি পাবি দিনমণির দেখা,
বোনের সাথে ভাই জাগিলে ভয় করি আর কা’কে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় মাসে
প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী,
ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।
সুর-সাকী। ৬৮ সংখ্যক গান। ভাটিয়ালি- কার্ফা। পৃষ্ঠা ২৬৫]
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। তাল: কাহারবা গান সংখ্যা
২২৭৮।পৃষ্ঠা: ৬৮২]
-
পত্রিকা: বুলবুল। ভাদ্র ১৩৪০ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৩) সংখ্যা।
- রেকর্ড: মেগাফোন [১৯৩৩। শিল্পী: শ্রীমতী পারুল। রেকর্ডটি বাতিল
হয়েছিল]