বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: পায়ে বিঁধেছে কাঁটা সজনী ধীরে চল।
পায়ে
বিঁধেছে কাঁটা সজনী ধীরে চল।
ধীরে ধীরে ধীরে চল।
চলিতে ছলকি' যায় ঘটে জল ছল ছল॥
একে পথ আঁকাবাঁকা
তাহে কণ্টক-শাখা
আঁচল ধ'রে টানে, টলে তনু টলমল॥
ভরা যৌবন-তরী,
তাহে ভরা গাগরি,
বুঝি হয় ভরা-ডুবি, ছি ছি বল এ কি হলো॥
পথের বাঁকে ও কে
হাসে ডাগর চোখে,
হাসিবে পথের লোকে সখি স'রে যেতে বল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় মাসে
প্রকাশিত 'সুর-সাকী'
গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২]
-
নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।
[জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ২৩
। পাহাড়ি
মিশ্র-দাদরা। পৃষ্ঠা: ২৩৫-২৩৬]
- রেকর্ড: টুইন। [ডিসেম্বর ১৯৩২ (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৯)]।
এফটি ২৩১৬ শিল্পী: মিস্ বীণাপাণি
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, দ্বাদশ খণ্ড।
প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ১৯
সংখ্যক গান]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
প্রেম
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্য