বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: কত সে-জনম কত সে-লোক পার হয়ে এলে
রাগ:
দুর্গা-মান্দ্, তাল: দাদ্রা
কত সে-জনম কত সে-লোক পার হয়ে এলে, হে প্রিয় মোর।
নিভে গেছে কত তপন-চাঁদ তোমারে খুঁজিয়া, হে মন চোর॥
কত গ্রহে, প্রিয়, কত তারায়
তোমারে খুঁজিয়া ফিরেছি, হায়!
চাহ এ নয়নে হেরিবে তায়, সে-দূর স্মৃতির স্বপন-ঘোর॥
আজো অপূর্ণ কত সে-সাধ
অভিমানী তাহে সেধো না বাদ!
না মিটিতে সাধ, স্বপন-চাঁদ, মিলনের নিশি ক'রো না ভোর॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। উত্তরা পত্রিকার আষাঢ় ১৩৩৮ (জুন-জুলাই
১৯৩১) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১ মাস।
- পত্রিকা: উত্তরা। আষাঢ় ১৩৩৮ (জুন-জুলাই
১৯৩১)।
- গ্রন্থ:
- সুর-সাকী।
- প্রথম সংস্করণ। ১৯৩২ খ্রিষ্টাব্দের ৭ জুলাই (বৃহস্পতিবার ২৩ আষাঢ় ১৩৩৯)
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী,
ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।
সুর-সাকী। ৫। দুর্গা-মান্দ-দাদরা। পৃষ্ঠা: ২২৪-২২৫]
- রেকর্ড:
-
এইচএমভি। আগষ্ট ১৯৩৪ (শ্রাবণ-ভাদ্র ১৩৪১)। নম্বর: এন ৭২৫৯। শিল্পী: মিস্ মানদা।
-
এইচএমভি।
ফেব্রুয়ারি ১৯৩৫ (মাঘ-ফাল্গুন ১৩৪১) এন ৭৩৩৩। শিল্পী:সরযুবালা
- স্বরলিপি ও স্বরলিপিকার:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১১
জ্যৈষ্ঠ,
১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫শে মে, ১৯৯১ খ্রিষ্টাব্দ]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্য
দাদরা- গ্রহস্বর:
স