বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: চাঁপা রঙের শাড়ি আমার যমুনা-নীর ভরণে গেল ভিজে
চাঁপা রঙের শাড়ি আমার যমুনা-নীর ভরণে গেল ভিজে।
ভয়ে মরি আমি, ঘরে ননদী, কহিব শুধাইলে কি যে॥
ছি ছি হরি, একি খেল লুকোচুরি
একেলা পথে পেয়ে কর খুন্সুড়ি,
রোধিতে তব কর ভাঙিল চুড়ি
- ছলকি গেল কলসি যে॥
ডাঁশা কদম্ব দিবে বলি হরি
ডাকিলে-তরুতলে কেন ছল করি',
কাঁচা বয়সী পাইয়া শ্রী হরি
- মজাইলে, মজিলে নিজে॥
- ভাবসন্ধান: গানটি রাধাকৃষ্ণ-লীলা পর্যায়ের। এই গানে যমুনা
নদীতে রাধা একা জল আনতে গিয়ে, কৃষ্ণের সাথে প্রণয়ের খুন্সুড়ি উপস্থাপন করা
হয়েছে।
চাঁপা রঙের শাড়ি পড়ে রাধা একা গিয়েছিলেন যমুনা নদীতে। পথে কৃষ্ণ তাঁকে
প্রস্ফুটিত কদম ফুল দেওয়ার জন্য ডাকেন। এ ছিল কৃষ্ণের প্রেমের ছলনা। রাধা
কৃষ্ণের প্রেম-স্পর্শ রোধ করতে গিয়ে, তাঁর হাতের চুড়ি ভেঙে গেছে। কলসের জল ছলকে
পড়ে কাপড় ভিজে গেছে। তাঁর এই বিপর্যস্ত দশা নিয়ে কি করে ননদিনীর কাছে জবাবদিহি
করবেন এ নিয়ে তাঁর শঙ্কা। এত সঙ্কোচ ও শঙ্কা সত্বেও রাধা প্রেমাবেগে আপ্লুত, এ
কথা বুঝা যায়, গানটির শেষ পঙ্ক্তিতে- 'কাঁচা বয়সী পাইয়া শ্রী হরি
- মজাইলে, মজিলে নিজে'। রাধার প্রেম কৃষ্ণে মজেছিলেন বলেই-
কৃষ্ণের ছলনা, তাঁর প্রেমের খুনসুড়ি। আবার কৃষ্ণের প্রণয়-লীলায় রাধাও মজেছিলেন
বলেই কৃষ্ণের ছলনায় তিনি ধরা দিয়েছিলেন কৃষ্ণের ছলনার ফাঁদে। তাই তিনি জল আনার
ছলে যমুনায় গিয়েছিলেন এক একা। ডাঁশা কদম্ব নেওয়ার ছলে, রাধা কৃষ্ণের কাছে ধরা
দিয়েছিলেন, তিনি কৃষ্ণের প্রেম মজেছিলেন বলেই ।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই
১৯৩২) মাসে
প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২] সুর-সাকী ৩৬। সারং
মিশ্র-কার্ফা
-
নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।
[জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৩৬। সারং মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ২৪৩-২৪৪]
- রেকর্ড:
মেগাফোন। সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)। জেএনজি ৩। শিল্পী: প্রভাবতী
দেবী
- স্বরলিপি ও স্বরলিপিকার:
সুধীন দাশ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আষাঢ়, ১৪১৩/জুলাই
২০০৬] ১৫ সংখ্যক গান। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণবসঙ্গীত।
রাধাকৃষ্ণ-লীলা।
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী