বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: পিয়া গেছে কবে পরদেশ পিউ কাঁহা ডাকে পাপিয়া
রাগ: পাহাড়ি মিশ্র, তাল:
কাহার্বা
পিয়া গেছে কবে পরদেশ পিউ কাঁহা ডাকে পাপিয়া,
দোয়েল শ্যামার শিসে তারি হুতাশ উঠিছে ছাপিয়া॥
পাতারি আড়ালে মুখ ঢাকি'
মুহুমুহু কুহু ওঠে ডাকি,
বাজে ধ্বনি তারি উহু উহু বিরহী পরান ব্যাপিয়া॥
'বউ কথা
কও' পাখি ডাকে —
কেন মনে প'ড়ে যায় তাকে,
কথা কও বউ
— ডাকিত সে মোরে, নিশীথ উঠিত কাঁপিয়া॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ়
(জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত 'সুর-সাকী'
গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী,
ঢাকা। [জ্যৈষ্ঠ
১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৪১। পাহাড়ি মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ২৪৬]
- রেকর্ড:
এইচএমভি। মার্চ ১৯৩৩ (ফাল্গুন-চৈত্র ১৩৩৯)।
এন ৭০৮৪। শিল্পী: হরিমতী
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য