দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী।
গাহিয়া সজল চোখে বেলা-শেষের রাগিণী॥
মিনতি-ভরা আঁখি ওগো কে তুমি ঝড়ের পাখি
(ওগো) কি দিয়ে জুড়াই ব্যথা কেমনে কোথায় রাখি
কোন্ প্রিয় নামে ডাকি' মান ভাঙাব মানিনী॥
বুকে তোমায় রাখতে প্রিয় চোখে আমার বারি ঝরে,
(ওগো) চোখে যদি রাখিতে চাই বুকে ওঠে ব্যথা ভ'রে।
যত দেখি তত হায়, ওগো পিপাসা বাড়িয়া যায়
কে তুমি যাদুকরী স্বপন-মরু-চারিণী॥
'গান খানি কবি নিজকণ্ঠে রেকর্ডে গেয়েছেন। দুঃখের বিষয়
বর্ত্তমানে রেকর্ড খানি বাজারে পাওয়া যায় না। এই গানটী মধ্যমকে সুর ক'রে গাইতে
হবে। যেমন: যিনি বি ফ্ল্যাট্ সুরে গান করেন, তিনি ডি সার্প সুর করে গাইবেন।'