বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঝর্ল যে-ফুল ফোটার আগেই তারি তরে কাঁদি
ঝর্ল যে-ফুল ফোটার আগেই তারি তরে কাঁদি, হায়!
মুকুলে যার মুখের হাসি চোখের জলে নিভে যায়॥
হায় যে-বুলবুল্ গুল্বাগিচায় গোলাপ কুঁড়ির গাইত গান,
আকুল ঝড়ে আজ সে প'ড়ে পথের ধূলায় মুরছায়॥
সুখ-নদীর উপকূলে বাঁধিল যে সোনার ঘর,
আজ কাঁদে সে গৃহ-হারা বালুচরে নিরাশায়॥
যাবার যারা, যায় না তারা
─থাকে কাঁটা, ঝরে ফুল।
শুকায় নদী মরুর বুকে, প্রভাত আলো মেঘে ছায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)
মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর
১১ মাস।
- রেকর্ড:
এইচএমভি [এপ্রিল ১৯৩৪ (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)]। এন ৭২২২। শিল্পী:
কে মল্লিক।
উল্লেখ্য এর জুড়ি গান ছিল-
চন্দ্রমল্লিকা,চন্দ্রমল্লিকা (চাঁদের দেশের) [তথ্য]
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৪২৪। পৃষ্ঠা: ৪২৯]
- পত্রিকা: ছায়াবীথি [শ্রাবণ ১৩৪১ (জুলাই-আগষ্ট ১৯৩৪)। আশাবরী মিশ্র,
লাউনি
- স্বরলিপিকার ও স্বরলিপি:
এস.এম. আহসান মুর্শেদ ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (৩৫শ খণ্ড)
[একুশে
বই মেলা ২০১৩। নজরুল ইন্সটিটিউট, ঢাকা]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: মরমী
- সুরাঙ্গ: গজলাঙ্গ