বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: রাস-মঞ্চোপরি দোলে মুরলীধারী
রাগ : কানাড়া মিশ্র, তাল : কাহার্বা
রাস-মঞ্চোপরি দোলে মুরলীধারী নটবর সুন্দর শ্যাম।
নবঘন শ্যামল লাবনি ঢলঢল অবনী টলমল টলে অবিরাম॥
দোলে যমুনা-জল রাধা গোপিনী-দল, কদম-তমাল তরু দোলে,
নাচে ধেনু বেণু-রবে ময়ূর-ময়ূরী সবে দোলে হলধর বলরাম।
দোলে চরাচর ব্রহ্মা বিষ্ণু হর সুর অসুর নর দোলে,
প্রেম-প্রীতি স্নেহ হৃদি প্রাণ দেহ মন গৃহ প্রান্তর দোলে,
প্রেম-বিগলিতা বিশাখা ললিতা দোলে শ্রীদাম সুদাম॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি
গীতি-শতদল সঙ্গীত
সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল
১৯৩৪) মাসে। এই
সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ১১ মাস।
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪।
কানাড়া মিশ্র-কার্ফা]।
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা
৫৮। কানাড়া মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ৩১৫]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১২৯২। রাগ : কানাড়া মিশ্র, তাল : কাহার্বা। পৃষ্ঠা ৩১৫]
- রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৫]। শিল্পী তারক সেন। রেকর্ডটি পরে বাতিল হয়ে
যায়।