বিষয়:
নজরুল সঙ্গীত শিরোনাম:
ভোলো অতীত-স্মৃতি ভোলো কালা
রাগ: বেহাগ, তাল: যৎ ভোলো অতীত-স্মৃতি ভোলো কালা।
কি হবে কুড়ায়ে এ ছিন্ন মালা॥
মিছে রোধি' পথ
মিনতি করিছ কত,
জাগায়ে পুরানো ক্ষত - দিও না জ্বালা॥
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের
জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৩৯) মাসে, গানটি প্রথম এইচএমভি রেকর্ড কোম্পানিতে প্রকাশিত
হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৭ মাস।