বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: ফিরিয়া এসো এসো হে ফিরে 
	
		         
			ফিরিয়া এসো এসো হে ফিরে
 
	বঁধু    এ ঘোর বাদলে নারি থাকিতে একা।
 
	হায়    গগনে মনে আজি মেঘের ভিড়
 
	যায়    নয়ন-জলে মুছে কাজল-লেখা॥
          
	ললাটে কর হানি' কাঁদিছে আকাশ
          
	শ্বসিছে শন-শন হুতাশ বাতাস।
          
	তোমারি মত ঝড় হানিছে দ্বারে কর,
খোঁজে   বিজলি তোমারি পথ-রেখা॥
          
	মেঘেরে শুধাই তুমি কোথায়
          
	কাঁদন আমার বাতাসে ডুবে যায়!
          
	ঝড়ের নূপুর পরি' রাঙা পায়
          
	শ্যামল-সুন্দর দাও দেখা॥
	
- রচনাকাল ও স্থান:  
		গানটির রচনাকাল সম্পর্কে 
		সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি
		
		
গীতি-শতদল সঙ্গীত 
		সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল 
		১৯৩৪)মাসে। এই 
		সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
 
- গ্রন্থ: 
- 
গীতি-শতদল ।
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪]। দেশ-কাওয়ালি। গীতি-শতদল-৪০]
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১ 
			। গীতি-শতদল। গান সংখ্যা ৪০। দেশ-কাওয়ালি। পৃষ্ঠা 
					৩০৫] 
 
 
- রেকর্ড: 
মেগাফোন [ জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১)]। জেএনজি ১২৫। শিল্পী: 
		মিস তারা। ] 
[শ্রবণ 
নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
	
	নজরুল সঙ্গীত স্বরলিপি চতুর্দশ খণ্ড (নজরুল ইন্সটিটিউট)। ১৭ সংখ্যক গান।  রেকর্ডে 
মিস তারা'র গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।
[নমুনা]
 
 
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: 
			প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য