রাগ: টোড়ি, তাল কাওয়ালি
জাগো জাগো! জাগো নব আলোকে
জ্ঞান-দীপ্ত চোখে ডাকে ঊষসী আলো।
জাগে আঁধার-সীমায় রবি রাঙা মহিমা,
গাহে প্রভাত-পাখি হের নিশি পোহালো॥
জগো ঊর্ধ্বে ধরার শিশু স্বপ্ন-আতুর,
নব বিস্ময় লোকে জাগো সৃজন-বিধুর।
রাঙা গোধূলি-বেলা র’চ ধূলির ধোঁওয়ায়,
আনো কল্প-মায়া, নাশো গহন কালো॥