বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: গান গাহে মিসি বাবা
'শালাবাতিক'
গান গাহে মিসি বাবা শুনিয়া শুধায় হাবা,
'খুবি কাঁদে কেন বাবা, ফোঁড়া কাটিছে ওর?'
হাসিয়া কহেন পিসি, 'ও,-দেশেতে শীত বেশি
তাই কাঁদে বাবা মিসি হিহি হিহি হিহি হো"
কিবে গিলে-করা গলা ঢেউ-তোলা আট-পলা,
খায় রোজ এক তোলা স্ক্রু-ভেজানো জল।
সাথে গায়-হেঁড়ে-গলা ধলীর সহিত ধলা,
কাঁপে বাড়ি তিন-তলা থরহরি টলমল॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি
গীতি-শতদল।
সঙ্গীত
সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ মাসে (এপ্রিল
১৯৩৪)। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
- গ্রন্থ:
-
গীতি-শতদল।
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪]। গান সংখ্যা ৯৭। পেগ্যান-সঙ্গীত
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা
৯৭। পেগ্যান-সঙ্গীত। পৃষ্ঠা ৩৪২]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২৩৯০। পৃষ্ঠা: ৭৩৩]