বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বাজিছে বাঁশরি কার অজানা সুরে।
বাজিছে বাঁশরি কার অজানা সুরে।
ডাকিছে সে যেন তার সুদূর বঁধুরে॥
তারা-লোকের সাথীরে যেন সে চাহে ধরাতে,
তারি কাঁদন যেন ঝরা কুসুমে ঝুরে॥
চাঁদের স্বপন ল'য়ে জাগে সে নিশীথ একা,
নিরালা গাহে গান হায় বিষাদ-মধুরে॥
তাহারি অভিমান যেন উঠিছে বাতাসে কাঁপি',
তাহারি বেদনা দূর আকাশে ঘুরে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি
গীতি-শতদল
সঙ্গীত
সঙ্কলনের প্রথম সংস্করণ প্রেকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল
১৯৩৪) মাসে । এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। রাগেশ্রী-
আদ্ধা কাওয়ালি]।
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১
। গীতি-শতদল। গান সংখ্যা ২২। রাগেশ্রী-
আদ্ধা কাওয়ালি। পৃষ্ঠা
২৯৬-২৯৭]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
৪৮০। রাগ: দেশি টোড়ি মিশ্র, তাল: কাহার্বা। পৃষ্ঠা:
৪৮০]