বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: এলো ফুলের মহলে ভ্রমরা গুন্গুনিয়ে
এলো ফুলের মহলে ভ্রমরা গুন্গুনিয়ে।
ও-সে কুঁড়ির কানে কানে কি কথা যায় শুনিয়ে॥
জামের ডালে কোকিল কোতুহলে
আড়ি পাতি’ ডাকে কূ কূ ব'লে,
হাওয়ায় ঝরা পাতার নূপুর বাজে রুন্ঝুনিয়ে॥
'ধীরে সখা ধীরে' কয় লতা দু'লে,
জাগিও না কুঁড়িয়ে কাঁচা ঘুমে তুলে,
গেয়ো না গুন্ গুন্ গুন্ গুন্ গুন্ গুন্ সুরে প্রেমে ঢুলে ঢুলে।'
নিলাজ ভোম্রা বলে,
'না-না-না-না', ফুল দুলিয়ে॥
- ভাবার্থ: প্রকৃতিতে ফুল ও ভ্রমরের মধ্যে রয়েছে প্রাকৃতিক বিধির গভীর
সম্পর্ক। ভ্রমর বা মৌমাছি মধু সংগ্রহের জন্য ফুলে ফুলে ঘুরে বেড়ায়। আর এর মধ্য দিয়ে
ফুলের পরাগায়ণ হয়। কাব্য ও সঙ্গীতে এই গভীর সম্পর্ককে নায়ক-নায়িকার প্রণয়ের সাথে
তুলনা করা হয়। কথাশিল্পে নায়িকা ফুল আর ভ্রমরকে নায়ক হিসেবে বিবেচনা করা হয়। ফুলে
ফুলে ঘুরে বেড়ায় বলে- ভ্রমর নায়ককে বহুগামী হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।
এ গানের নায়ক ভ্রমর নায়িকা ফুলের মহলে এসেছে প্রণয়ের গুঞ্জরিত গানে। সে অপ্রস্ফুটিত
কুঁড়ির কানে গুঞ্জন কেন তোলে- কবির এ কোতুহল, শ্রোতার মনকে অপ্রস্ফুটিত কুঁড়ির মতই
প্রণয়ের গানের ভাবনাকে উসকে দেয়। এ কোতুহলে জামের ডালে কোকিল আড়ি পেতে শুনে তার
যৌবনসঙ্গীকে কুহুকুহু রবে ডাকে। তার সে ডাকে হাওয়ায় ঝরে পড়া পাতাগুলো নুপূর হয়ে
রুনুঝুন ধ্বনি হয়ে বাজে। বনের লতা সে হাওয়া দুলে দুলে ভ্রমরকে তার প্রণয়-গুঞ্জরণে
কুঁড়ির ঘুমন্ত কাঁচা-যৌবনকে জাগরিত করতে বারণ করে। কিন্তু নায়ক ভ্রমর ফুলের মনকে
দুলিয়ে নির্লজ্জের মতো সে বারণ না শুনে- প্রণয়গুঞ্জনে ফুলের মহলকে যৌবনরাগে মুখর করে
তোল।
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪০)
মাসে, মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। মিশ্র সিন্ধু-খেমটা]।
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ২৯। মিশ্র
সিন্ধু-খেমটা। পৃষ্ঠা
৩০০]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১১৮৫। রাগ: সিন্ধু মিশ্র, তাল: খেম্টা। পৃষ্ঠা: ৩৬০]
- রেকর্ড:
মেগাফোন [অক্টোবর ১৯৩৩ (আশ্বিন-কার্তিক ১৩৪০)]। জেএনজি ৭৬। শিল্পী:
শ্রীমতী সাহানা।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি, জাগতিক, ফুল ও ভ্রমর