বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: এলো ফুলের মহলে ভ্রমরা গুন্‌গুনিয়ে
এলো ফুলের মহলে ভ্রমরা গুন্‌গুনিয়ে।
ও-সে কুঁড়ির কানে কানে কি কথা যায় শুনিয়ে॥
জামের ডালে কোকিল কোতুহলে
আড়ি পাতি’ ডাকে কূ কূ ব'লে,
হাওয়ায় ঝরা পাতার নূপুর বাজে রুন্‌ঝুনিয়ে॥
'ধীরে সখা ধীরে' কয় লতা দু'লে,
জাগিও না কুঁড়িয়ে কাঁচা ঘুমে তুলে,
গেয়ো না গুন্ গুন্ গুন্ গুন্ গুন্ গুন্ সুরে প্রেমে ঢুলে ঢুলে।'
নিলাজ ভোম্‌রা বলে, 'না-না-না-না', ফুল দুলিয়ে॥