বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া
রাগ: পাহাড়ি মিশ্র, তাল: কাহারবা
এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া
কৃষ্ণ কানাইয়া হরি।
মাখি' গোখুর ধূলিরেণু গোঠে চরাইয়া ধেনু
বাজায়ে বাঁশের বাঁশরি॥
গোপী চন্দন চর্চিত অঙ্গে
প্রাণ মাতাইয়া প্রেম তরঙ্গে
বামে হেলায়ে ময়ূর পাখা দুলায়ে তমাল শাখা
নীপবনে, দাঁড়ায়ে ত্রিভঙ্গে।
এসো লয়ে সেই
শ্যাম-শোভা ব্রজ বধূ মনোলোভা
সেই পীত বসন পীত পরি '॥
এসো গগনে ফেলি নীল ছায়া
আনো পিপাসিত চোখে মেঘ মায়া।
এসো মাধব মাধবী-তলে
এসো বনমালী বন-মালা গলে
এসো ভক্তিতে প্রেমে আঁখি জলে
এসো তিলক-লাঞ্ছিত সুর-নর-বাঞ্ছিত
বামে লয়ে রাই কিশোরী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়
না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন-১৩৩৯) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানের প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৮ মাস।
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪।
গীতি-শতদল ৫৭। পাহাড়ি মিশ্র -কার্ফা]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল।
গান সংখ্যা ৫৭। পাহাড়ি মিশ্র -কার পৃষ্ঠা ৩১৪]
- রেকর্ড:
এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৩ (মাঘ-ফাল্গুন ১৩৩৯)। এন ৭০৭২। শিল্পী: শ্রীমতি
মাণিকমালা।]
[শ্রবণ
নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড।
ভাদ্র ১৪০৩। আগষ্ট ১৯৯৬। তৃতীয়
গান। রেকর্ডে শ্রীমতি
মাণিকমালা-র গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।[নমুনা]
- সুরকার: চিত্ত রায়।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম,
বৈষ্ণব]
- সুরাঙ্গ:
কীর্তনাঙ্গ
- রাগ: পাহাড়ি মিশ্র
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: মা