বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: ছাড় ছাড় আঁচল, যেতে দাও
	
		ছাড় ছাড় আঁচল, যেতে দাও।
বনমালী, এমনি ক’রে মন ভোলাও॥
একা পথে দুপুর বেলা, নিরদয়, একি খেলা।
তুমি এমনি করে মায়া-জাল বিছাও॥
পথে দিয়ে বাধা, একি প্রেম সাধা,
আমি নহি তো রাধা, বঁধু ফিরে যাও॥
হে নিখিল নর-নারী, তোমার প্রেম-ভিখারি
লীলা বুঝিতে নারি তব শ্যাম রাও॥
	
	- রচনাকাল ও স্থান:  
		গানটির রচনাকাল সম্পর্কে 
		সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি
	গীতি-শতদল
	 সঙ্গীত 
		সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল 
		১৯৩৪) মাসে। এই 
		সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
 
- গ্রন্থ:
		- 
		গীতি-শতদল
			- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। পিলু-কার্ফা]
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা 
				৩৮।  পিলু-কার্ফা। পৃষ্ঠা 
					৩০৪] 
 
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা 
			২১৭৭।   রাগ: পিলু, তাল: কাহারবা। পৃষ্ঠা: ৬৫৫]
 
 
- 
	 রেকর্ড: মেগাফোন  [জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১)]। জেএনজি 
	১২৬। শিল্পী: 
		রাজলক্ষ্মী (ছোট)। রেকর্ড: মেগাফোন  [জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১)]। জেএনজি 
	১২৬। শিল্পী: 
		রাজলক্ষ্মী (ছোট)।
 
- স্বরলিপিকার ও স্বরলিপি: 
			
পর্যায়:
				- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: কাওয়ালি
- রাগ: 
				
				পিলু 
- তাল:
				
				
				
				কাহারবা
- গ্রহস্বর: পা