বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: চম্'কে চম্'কে ধীর ভীরু পায় 
	
		
			
        আরবি সুর, তাল: কাহার্বা
				
চম্'কে চম্'কে ধীর ভীরু পায়,
পল্লী-বালিকা বন-পথে যায় একেলা বন-পথে যায়॥
শাড়ি তার কাঁটা লতায়, জড়িয়ে জড়িয়ে যায়,
পাগল হাওয়াতে অঞ্চল ল'য়ে মাতে
			-
                    
	যেন তার তনুর পরশ চায়॥
শিরীষের পাতায় নূপুর, বাজে তার ঝুমুর ঝুমুর,
কুসুম ঝরিয়া মরিতে চাহে তাঁর কবরীতে,
                    
	পাখি গায় পাতার ঝরোকায়॥
চাহি' তা'র ঐ নয়নে, হরিণী লুকায় বনে,
হাতে তা'র কাঁকন হ'তে মাধবী লতা কাঁদে,
                    
	ভ্রমরা কুন্তলে লুকায়॥
			
		
	
	- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে 
		সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের ডিসেম্বর  (অগ্রহায়ণ-পৌষ 
		১৩৪০) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত 
	হয়েছিল। এই 
		সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৬ মাস।   
	 
 
- গ্রন্থ: 
	- 
	গীতি-শতদল। 
	- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। গীতি-শতদল-২। আরবি (নৃত্যের) সুর-কার্ফা]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা 
				২। আরবি (নৃত্যের) সুর-কার্ফা। পৃষ্ঠা ২৮৫-২৮৬] 
 
 
- রেকর্ড: 	
	এইচএমভি। [ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪০)। এন ৭১৩৩ শিল্পী: মিস হরিমতী]
 
- স্বরলিপি ও স্বরলিপিকার:
	আহসান মুর্শেদ 
	[নজরুল 
	সঙ্গীত স্বরলিপি, ছাব্বিশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আশ্বিন, ১৪১২ বঙ্গাব্দে 
	/সেপ্টেম্বর ২০০৫ খ্রিষ্টাব্দ] 
	সপ্তম গান। [নমুনা]
		- সুরকার: নজরুল ইসলাম
- পর্যায়: 
		
			- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: আরবীয় সুর
- তাল: চতুর্মাত্রিক ছন্দ (২।২)
- গ্রহস্বর: পা