নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
 ছাব্বিশ তম খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল আশ্বিন, ১৪১২ বঙ্গাব্দে [সেপ্টেম্বর ২০০৫  খ্রিষ্টাব্দ]। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য এই পরিষদের সভাপতি ছিলেন সোহরাব হোসেন। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন, সুধীন দাশ, ফেরদৌসী রহমান, আহসান মুর্শেদ, খালিদ হোসেন, শবনম মুশতারী এবং নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।

নজরুল সঙ্গীত স্বরলিপি  পঁচিশতম খণ্ডের সমুদয় গানের স্বরলিপি করেছেন আহসান মুর্শেদ ।  গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।  

  1. আজ বাদল ঝরে (আজি বাদল ঝরে)  [তথ্য] [নমুনা]
  2. আমার বিছানা আছে (বিছানা আছে বালিস আছে) [তথ্য] [নমুনা]
  3. আমার ভুবন কান পেতে রয় [তথ্য]  [নমুনা]
  4. ওগো আমিনা তোমার দুলালে আনিয়া [তথ্য]  [নমুনা]
  5. কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া [তথ্য]  [নমুনা]
  6. কেন করুণ সুরে হৃদয়পুরে বাজিছে বাঁশরি [তথ্য]  [নমুনা]
  7. চ'ম্‌কে চ'ম্‌কে ধীর (পল্লী বালিকা বনপথে) [তথ্য]  [নমুনা]
  8. তুমি হাতখানি যবে রাখ মোর হাতের পরে [তথ্য] [নমুনা]
  9. তোমারি মহিমা গাই [তথ্য]  [নমুনা]
  10. তোরা যারে এখনি হালিমার কাছে [তথ্য] [নমুনা]
  11. দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা [তথ্য]  [নমুনা]
  12. দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ [তথ্য]  [নমুনা]
  13. দিও বর হে মোর স্বামী [তথ্য]  [নমুনা]
  14. নিরজন ফুল বন, এসো প্রিয়া [তথ্য] [নমুনা]
  15. পরদেশী বধুঁ!ঘুম ভাঙায়ো চুমি' আঁখি [তথ্য]  [নমুনা]
  16. প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই [তথ্য]  [নমুনা]
  17. বাগিচায় বুলবুলি তুই [তথ্য]  [নমুনা]
  18. মনে পড়ে আজ সে কোন্‌ জনমে [তথ্য]  [নমুনা]
  19. মম মধুর মিনতি শোন ঘন শ্যাম [তথ্য]  [নমুনা]
  20. মেঘ-মেদুর বরষায় কোথা তুমি [তথ্য]  [নমুনা]
  21. রুম্‌ ঝুম্‌ ঝুম্‌ ঝুম্‌ নূপুর বোলে [নমুনা]
  22. রুম্‌ ঝুম্‌ বাদল আজি বরষে  [তথ্য] [নমুনা]
  23. শ্যামে হারায়েছি ব'লে [তথ্য] [নমুনা]
  24. সে ধীরে ধীরে আসি [তথ্য] [নমুনা]
  25. হোরি খেলে নন্দলালা [তথ্য]  [নমুনা]