বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: হোরি খেলে নন্দলালা
তাল: ফের্তা
হোরি খেলে নন্দলালা
প্রেমের রঙে মাতোয়ালা॥
বিশ্বরাধা সে সাথে রঙে খেলায় মাতে
রঙে ত্রিভুবন ছায় রাঙা আলোক আবির ছড়ায়
হোরি রবি-শশী থালা॥
আজি বনে বনে মনে মনে হোরি
মনের মরুতে লতায় তরুতে রাঙা ফুল ফোটে মরি মরি।
আজি প্রাণে প্রাণে ফুল দোল
দোল পূর্ণিমা রাতি রাঙা ফুল তারা বাতি
ধরণীতে আকাশে জ্বালা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে ( (মাঘ-ফাল্গুন ১৩৪০) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর
৮ মাস।
- রেকর্ড:
এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৪ (মাঘ-ফাল্গুন ১৩৪০ খ্রিষ্টাব্দ)। এন ৭১৯৪। শিল্পী কমলা ঝরিয়া]
- বেতার:
আবীর কুমকুম
(গীতি-আলেখ্য)। দোল-পূর্ণিমা উপলক্ষে প্রচারিত
গীতি-আলেখ্য। কলকাতা খ। তৃতীয় অধিবেশন। ১৩ মার্চ ১৯৪১ খ্রিষ্টাব্দ (ফাল্গুন-চৈত্র
১৩৪৭)। রাত ৮.০০-৮.৪০।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[
নজরুল সঙ্গীত স্বরলিপি, ছাব্বিশ খণ্ড,নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আশ্বিন, ১৪১২ বঙ্গাব্দে
/সেপ্টেম্বর ২০০৫ খ্রিষ্টাব্দ] ২৫ সংখ্যক গান।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)