বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নিরজন ফুলবন, এসো প্রিয়া 
	
		
	
রাগ: গারা, তাল: ত্রিতাল
			
নিরজনে ফুলবন, এসো প্রিয়া
রহি’ রহি’ বলে কোয়েলিয়া॥
পথ পানে চাহি, নাহি নিদ নাহি
ঝরা ফুল জড়ায়ে ঝুরে হিয়া॥
		
	
	- রচনাকাল ও স্থান:
		গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের 
মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৯ মাস।
	
 
- রেকর্ড: 
	এইচএমভি। [মার্চ ১৯৩৯ (ফাল্গুন-চৈত্র ১৩৪৫)। এন ১৭২৬১। শিল্পী: দীপালি তালুকদার। রাগ: গারা। তাল ত্রিতাল)]
- স্বরলিপি ও স্বরলিপিকার: 
	আহসান মুর্শেদ 
	[
		নজরুল সঙ্গীত স্বরলিপি, ছাব্বিশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আশ্বিন, ১৪১২ বঙ্গাব্দে 
	/সেপ্টেম্বর ২০০৫ খ্রিষ্টাব্দ] ১৪ সংখ্যক গান।
	[নমুনা]
 
- পর্যায়: