বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: রুম্ ঝুম্ বাদল আজি বরষে
রাগ: নট-মল্লার, তাল: ত্রিতাল
রুম্ ঝুম্ বাদল আজি বরষে
আকুল শিখি নাচে ঘন দরশে॥
বারিদ দরশনে আজি ক্ষণে ক্ষণে
নব নীরদ শ্যাম রূপে পড়ে মনে
না-জানি কোন্ দেশে কোন্ প্রিয়া সনে
রয়েছে ভুলিয়া নটবর সে॥