নট মল্লার
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কাফি ঠাটের অন্তর্গত মল্লার অঙ্গের রাগ বিশেষ। কোনো কোনো মতে এই রাগটি খাম্বাজ ঠাটের।

এই রাগের পূর্বাঙ্গ নট এবং উত্তরাঙ্গ মল্লার। মল্লারের সাথে সমন্বয় করার জন্য কখনো কখনো কোমল গান্ধার ব্যবহার করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে শুদ্ধ গান্ধারের ব্যবহার লক্ষ্য করা যায়। কখনো কখনো অবরোহে গৌড় মল্লারে ছায়া পাওয়া যায়। মল্লার অঙ্গের রাগ হিসেবে একে বর্ষা ঋতুর রাগ বলে মান্য করা হয়। এই রাগে ম রপ, মপ ধ্স মল্লারের রূপকে প্রকাশ করে। এই রাগে ধৈবত ও কোমল নিষাদকর বিশ্রামের স্থান হিসেবে বিবেচনা করা হয়। মূলত এই বিশ্রাম বা ধীর-স্থির প্রয়োগের ফলে গৌড় মল্লার থেকে এই রাগটি পৃথক হয়ে যায়।

আরোহণ: স র ম, র প, ম প ণধনর্স
অবরোহণ : র্স ধ, ণপ, মগ মর রসর ন্‌স
ঠাট : খাম্বাজ (মতান্তর  বিলাবল)।
জাতি
: সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : ম
সমবাদী স্বর : স
অঙ্গ :  পূর্বাঙ্গ।
সময় : রাত্রি কালে গেয়।
পকড় : সগম, মরপ, ধণপ, মপ।


তথ্যসূত্র: