ভাবার্থ: মন্মথ রায়ের রচিত 'সাবিত্রী' নাটকে সাবিত্রীর গান। নাটকের
প্রেক্ষাপটে এই গানটি হয়ে উঠছে এক দুঃসহ বেদনার প্রতীক। এই গানে সাবিত্রীর স্বামী
সত্যাবনের আসন্ন মৃত্যু বিষয়ে জেনে যন্ত্রণায় বিদ্ধ হয়। আবার এই সংবাদ স্বামীকে
জানাতে পারে না সে বেদনা তাঁকে অসহনীয় কর তোলে।
তার হৃদয়ে স্বামী হারানোর তীব্র বেদনার বাঁশী সকরুণ সুরে বাজে। তার মনোলোকে বেদনার
মেঘ পূঞ্জীভুত হয়। স্বামীর মৃত্যু হবে, এই বারতা আঘাত হয়ে মনোলোকে বজ্রবিদ্যুতের মতো
তার প্রাণকে আশঙ্কায় কম্পিত করে। স্বামীকে বুকে চেপে ধরে বেদনাবিধুর কিশোরী সাবিত্রী
গোপনে কাঁদে।
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না।
১৯৩১ খ্রিষ্টাব্দের ৩০ মে (শনিবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৩৮), মন্মথ রায় রচিত 'সাবিত্রী' নাটকটি কলকাতার নাট্যনিকেতনে প্রথম মঞ্চস্থ হয়েছিল।
এই নাটকে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ১ মাস।
মঞ্চ:
নাট্যনিকেতন। ৩০ মে ১৯৩১ (শনিবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৩৮)। মন্মথ রায়ের রচিত নাটক। এই
নাটকের সঙ্গীত রচয়িতা এবং সুরকার ছিলেন
কাজী নজরুল ইসলাম