সাবিত্রী
নাট্যকার মন্মথ রায় রচিত একটি নাটক।

নাটকটি ১৩৩৮ বঙ্গাব্দের ১৬ই জ্যৈষ্ঠ (শনিবার ৩০ মে ১৯৩১), কলকাতায় নাট্যনিকেতনে প্রথম মঞ্চস্থ হয়েছিল। এটিও ছিল একটি ফরমায়েসি নাটক। নাটকটি তিনি রচনা করেছিলেন নাট্যনিকেতনের অধিকারী প্রবোধচন্দ্র গুহের অনুরোধে। গ্রন্থটিতে যুক্ত 'লেখকের কথা' অংশ থেকে জানা যায়, নাট্যনিকেতনের অধিকারী প্রবোধচন্দ্র গুহের অনুরোধে, নাট্যকার ১৩৩৮ বঙ্গাব্দের ৪-৭ বৈশাখ এবং ২৬ বৈশাখ-৫ জ্যৈষ্ঠের ভিতরে নাটকটি রচনা করেছিলেন। আর নাটকটি ১৬ই জ্যৈষ্ঠ শনিবার, নাট্যনিকেতনে মঞ্চস্থ হয়েছিল। লেখকের কথা থেকে জানা যায়-
'সাবিত্রী'র পরম সম্পদ হ‌ইয়াছে তাহার গান। লিখিতে গর্বে এবং গৌরবে আমার বুক ভরিয়া ওঠে যে সমস্ত গান গুলির কথা এবং সুরই গীত-সুন্দর সুর-যাদুকর বাংলার কবি-দুলাল কাজী নজরুল ইসলামের সস্নেহদান।
উল্লেখ্য,নাটকটি গ্রন্থাকারে প্রথম প্রকাশকাল ১ আষাঢ় ১৩৩৮। এই গ্রন্থে মোট নজরুলের রচিত ও সুরারোপিত মোট ১৩টি গান ব্যবহৃত হয়েছিল। এর ভিতরে  'কুসুম সুকুমার শ্যামল তনু' গানটি জয়তী পত্রিকার 'পৌষ-মাঘ, ১৩৩৭ সংখ্যায় পূর্বে প্রকাশিত হয়েছিল। ফলে সাবিত্রী' নাটকের নতুন গান ছিল ১২টি। নিচে এই ১২টি গানের তালিকা দেওয়া হলো।