সাবিত্রী
নাট্যকার
মন্মথ রায় রচিত একটি নাটক।
নাটকটি ১৩৩৮ বঙ্গাব্দের
১৬ই জ্যৈষ্ঠ (শনিবার ৩০ মে ১৯৩১), কলকাতায়
নাট্যনিকেতনে প্রথম মঞ্চস্থ হয়েছিল।
এটিও ছিল একটি ফরমায়েসি নাটক। নাটকটি তিনি রচনা করেছিলেন নাট্যনিকেতনের অধিকারী
প্রবোধচন্দ্র গুহের অনুরোধে। গ্রন্থটিতে যুক্ত 'লেখকের
কথা' অংশ থেকে জানা যায়, নাট্যনিকেতনের অধিকারী প্রবোধচন্দ্র গুহের
অনুরোধে, নাট্যকার ১৩৩৮ বঙ্গাব্দের ৪-৭ বৈশাখ এবং ২৬ বৈশাখ-৫ জ্যৈষ্ঠের ভিতরে নাটকটি
রচনা করেছিলেন। আর নাটকটি ১৬ই জ্যৈষ্ঠ শনিবার, নাট্যনিকেতনে মঞ্চস্থ হয়েছিল। লেখকের
কথা থেকে জানা যায়-
'সাবিত্রী'র পরম সম্পদ হইয়াছে তাহার গান। লিখিতে গর্বে এবং গৌরবে আমার বুক ভরিয়া
ওঠে যে সমস্ত গান গুলির কথা এবং সুরই গীত-সুন্দর সুর-যাদুকর বাংলার কবি-দুলাল কাজী নজরুল ইসলামের সস্নেহদান।
উল্লেখ্য,নাটকটি গ্রন্থাকারে প্রথম প্রকাশকাল ১ আষাঢ় ১৩৩৮। এই গ্রন্থে মোট
নজরুলের রচিত ও সুরারোপিত মোট ১৩টি গান
ব্যবহৃত হয়েছিল। এর ভিতরে 'কুসুম সুকুমার শ্যামল তনু' গানটি জয়তী পত্রিকার 'পৌষ-মাঘ,
১৩৩৭ সংখ্যায় পূর্বে প্রকাশিত হয়েছিল। ফলে সাবিত্রী' নাটকের নতুন গান ছিল ১২টি। নিচে
এই ১২টি গানের তালিকা দেওয়া হলো।
- প্রথম অঙ্ক। প্রথম দৃশ্য।
- সাবিত্রী ও সখীগণের গান। মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে
[তথ্য]
- প্রথম অঙ্ক। দ্বিতীয় দৃশ্য।
- আশ্রম বালিকাগণের গান। প্রণমি তোমায় বনদেবতা
[তথ্য]
- নেপথ্যে বেদগান। জবা কুসুম-সঙ্কাশ
[তথ্য]
- প্রথম অঙ্ক। চতুর্থ দৃশ্য।
- আশ্রম বালিকাগণ ও শাশ্বতীর গান। শুক্লা জোছনা তিথি
[তথ্য]
- দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় দৃশ্য।
- পুরবাসী-পুরবাসিনীগণের গান। এসো এসো তব যাত্রা-পথে
[তথ্য]
- দ্বিতীয় অঙ্ক। তৃতীয় দৃশ্য।
- আশ্রম বালিকাগণের গান।
ফুলে ফুলে বন ফুলেলা
[তথ্য]
- তৃতীয় অঙ্ক। প্রথম দৃশ্য।
- শাশ্বতীর গান। নিশুতি রাতের শশী গো
[তথ্য]
- তৃতীয় অঙ্ক। তৃতীয় দৃশ্য।
- শাশ্বতী ও আশ্রমবালিকাগণের গান। কুসুম সুকুমার শ্যামল তনু
[তথ্য]
- তৃতীয় অঙ্ক। চতুর্থ দৃশ্য।
- সাবিত্রীর গান। কেন করুণ সুরে হৃদয়পুরে বাজিছে বাঁশরি
[তথ্য]
- চতুর্থ অঙ্ক। প্রথম দৃশ্য।
- শাশ্বতীর গান। বন-বিহারিনী চঞ্চল হরিণী [তথ্য]
- চতুর্থ অঙ্ক। দ্বিতীয় দৃশ্য।
- বনদেবীর গান। তোর বিদায়-বেলার বন্ধু রে
[তথ্য]
কালানুক্রমিকের বিচারে এটি নজরুলের সঙ্গীতজীবনের দ্বিতীয় পর্বের ২৭৮ সংখ্যক গান।
- পঞ্চম অঙ্ক। দ্বিতীয় দৃশ্য।
- বনদেবীর গান। ঘোর ঘনঘটা ছাইল গগন
[তথ্য]
- আনন্দ দৃশ্য।
- বনবাসিগণের গান। জয় মর্ত্যের অমৃতবাদিনী [তথ্য]
কালানুক্রমিকের বিচারে এটি নজরুলের সঙ্গীতজীবনের দ্বিতীয় পর্বের ২৮০ সংখ্যক গান।