বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: শুক্লা জোছনা তিথি
শুক্লা জোছনা তিথি, ফুল্ল পুষ্পবীথি
গন্ধ-বন-গীতি আকুল উপবন।
চিত্ত স্বপ্নাতুর, অঙ্গ চুর চুর
মাগে হৃদি-পুর সুন্দর-পরশন॥
চন্দন-গন্ধিত মন্দ দখিনা-বায়
নন্দন-বাণী ফুলে ফুলে ক’য়ে যায়,
তনুমন জাগে রাঙা অনুরাগে,
মনে লাগে আজি বাসর-জাগরণ
আজি মাধবী বাসর-জাগরণ॥
-
ভাবার্থ: মন্মথ রায়ের রচিত 'সাবিত্রী' নাটকে আশ্রম বালিকাগণের সাথে
শাশ্বতীর গান হিসেব। গানটিতে উপস্থাপন করা হয়েছে চাঁদের শুক্লা তিথির জ্যোৎস্না
প্লাবিত প্রকৃতিকে। এই গানটিতে মিশে আছে জ্যোৎস্নার মধুময় স্নিগ্ধ পরিবেশের সাথে
মানব-মনের শৃঙ্গার বাসনা। তাই গানটি হয়ে উঠেছে নাট্যগীতির আসরে প্রকৃতি ও প্রেমের
গান।
শুক্লা জ্যোৎস্না-প্লাবিত তিথির মোহনীয় সৌন্দর্যে আকুল হয়ে ওঠেছে পুষ্পশোভিত কানন,
তারই মাঝে বনগীতির সঙ্গীতসৌরভ আকুলিত করে উপবনকে। মন হয়ে ওঠে স্বপ্নীল, দেহ হয়ে ওঠে
রোমাঞ্চিত। এমন পরিবেশে মনে সুন্দরের পরশ-বাসনা জাগে। চন্দনবনের দখিনা মন্থর বাতাসে
যেন বসন্তের নন্দিত বনবাণী ফুলে ফুলে বয়ে যায়। এমন রাতে মনে জেগে ওঠে মধুময় বাসর
জাগরণের বাসনা।
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না।
১৯৩১ খ্রিষ্টাব্দের ৩০ মে (শনিবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৩৮), মন্মথ রায় রচিত 'সাবিত্রী' নাটকটি কলকাতার নাট্যনিকেতনে প্রথম মঞ্চস্থ হয়েছিল।
এই নাটকে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ১ মাস।
- মঞ্চ:
নাট্যনিকেতন। ৩০ মে ১৯৩১ (শনিবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৩৮)। মন্মথ রায়ের রচিত নাটক। এই
নাটকের সঙ্গীত রচয়িতা এবং সুরকার ছিলেন
কাজী নজরুল ইসলাম।
- গ্রন্থ:
-
সাবিত্রী
- মন্মথ রায়-কর্তৃক রচিত নাটক। [১৩৩৮ বঙ্গাব্দের ১৬ই
জ্যৈষ্ঠ মঞ্চস্থ হয়েছিল। প্রথম অঙ্ক। চতুর্থ দৃশ্য।
আশ্রম বালিকাগণ ও শাশ্বতীর গান। শিল্পীরা ছিলেন নিরূপমা, শেফালিকা, অন্নদাময়ী, আঙ্গুরবালা, পটলমণি, রাধারাণী ইত্যাদি]]
- মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী দ্বিতীয় খণ্ড [জগদ্ধাত্রী পূজা ১৩৫৮। ২৫শে
নভেম্বর ১৯৫১। সাবিত্রী। প্রথম অঙ্ক। চতুর্থ দৃশ্য। আশ্রম বালিকাগণ ও শাশ্বতীর
গান। পৃষ্ঠা: ১৪২]
-
চন্দ্রবিন্দু
- প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। চন্দ্রবিন্দু। ২৭। গৌর-সারং-কাওয়ালি। পৃষ্ঠা: ১৭৬-১৭৭]
- রেকর্ড:
কলম্বিয়া [আগষ্ট ১৯৪৪ (শ্রাবণ-ভাদ্র ১৩৫১)। সাবিত্রী নাটক। জিই ২৭০৫। শিল্পী: কলম্বিয়া ড্রামাটিক পার্টি]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি ও প্রেম [নাট্যগীতি]
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী