বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: প্রণমি তোমায় বনদেবতা।
প্রণমি তোমায় বনদেবতা।
শাখে শাখে শুনি তব ফুল-বারতা - দেবতা॥
তোমার ময়ূর তোমার হরিণ
লীলা-সাথী রয় নিশিদিন,
বিলায় ছায়া বাণী-বিহীন-
তরু ও লতা - দেবতা॥
-
ভাবার্থ: মন্মথ রায়ের রচিত 'সাবিত্রী' নাটকে আশ্রমের বালকবালিকাদের
বনদেবতার জন্য নিবেদিত ভক্তি ও প্রশস্তিমূলক বন্দনা হিসেবে এই গানটি ব্যবহার করা
হয়েছে। মূলত এই দেবভক্তির সূত্রে এই গানে বনের অপূর্ব শোভাকেই উপস্থাপন করা হয়েছে।
তাই গানটি অনিবার্যভাবে শুধু ভক্তির গান না হয়ে- প্রকৃতিরও গান হয়ে উঠেছে।
আশ্রম বালকবালিকার বনের শাখায় শাখায় ফোটা ফুলের ভিতর বনদেবতার সন্ধান পেয়েছে, তাই
তারা বনদেবতাকে প্রণামের ছলে বনকেই যেন প্রণাম জানিয়েছে। এই বনের ময়ূর হরিণের অবাধ
বিচরণ, তাদের লীলা, বৃক্ষের ছায়া, বাণীহীন তরুলতা- এ সবই বনদেবতা তথা বনের অনুষঙ্গী।
মূলত বনের ফোটা ফুল, বনছায়া, প্রাণী ও উদ্ভিদ এসব মিলেই বন। আর বনের সামগ্রিক
বিমূর্ত রূপই যেন বনদেবতা। তাই সব মিলিয়ে গানটি হয়ে উঠেছে প্রকৃতি ও ভক্তির। আবার
নাটকে ব্যবহৃত গান হিসেবে এই নাট্যগীতিও বটে।
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না।
১৯৩১ খ্রিষ্টাব্দের ৩০ মে (শনিবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৩৮), মন্মথ রায় রচিত 'সাবিত্রী' নাটকটি কলকাতার নাট্যনিকেতনে প্রথম মঞ্চস্থ হয়েছিল।
এই নাটকে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ১ মাস।
- মঞ্চ:
নাট্যনিকেতন। ৩০ মে ১৯৩১ (শনিবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৩৮)। মন্মথ রায়ের রচিত নাটক। এই
নাটকের সঙ্গীত রচয়িতা এবং সুরকার ছিলেন
কাজী নজরুল ইসলাম।
- গ্রন্থ:
-
সাবিত্রী
- মন্মথ রায়-কর্তৃক রচিত নাটক। [১৩৩৮ বঙ্গাব্দের ১৬ই
জ্যৈষ্ঠ মঞ্চস্থ হয়েছিল। প্রথম অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। আশ্রম বালিকাগণের গান।]
- মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী দ্বিতীয় খণ্ড [জগদ্ধাত্রী পূজা ১৩৫৮। ২৫শে
নভেম্বর ১৯৫১। সাবিত্রী। প্রথম অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। আশ্রম বালিকাগণের গান।
পৃষ্ঠা: ১৩৬]
-
চন্দ্রবিন্দু
- প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।
চন্দ্রবিন্দু। ২৫। দুর্গা-দাদরা। পৃষ্ঠা: ১৭৬]
-
বনগীত
- প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন
১৩৩৯)]। দুর্গা-দাদরা। পৃষ্ঠা: ৯৬]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড।
বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮
মে, ২০১১। বনগীতি। গান সংখ্যা ৬৬। দুর্গা-দাদরা। পৃষ্ঠা ২১৭]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি (বনভূমি) ও ভক্তি (বনদেবতা)। নাট্যগীতি।