বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চির-কিশোর মুরলিধর কুঞ্জবন-চারী


রাগ: সুরট মিশ্র, তাল: ঝাঁপতাল

চির-কিশোর মুরলিধর কুঞ্জবন-চারী।
গোপনারী-মনোহারী বামে রাধা প্যারী
শোভে শঙ্খ-চক্র-গদা-পদ্ম করে,
গোষ্ঠ-বিহারী কভু, কভু দানবারি
তমাল-তলে কভু কভু নীপ-বনে,
লুকোচুরি খেল হরি ব্রজ-বধূ সনে।
মধুকৈটভারি কংস-বিনাশন,
কভু কণ্ঠে গীতা, শিখী-পাখা-ধারী