বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম:
দুঃখ-ক্লেশ-শোক-পাপ-তাপ শত
রাগ: সিন্ধু, তাল: কাহার্বা
দুঃখ-ক্লেশ-শোক-পাপ-তাপ শত
শ্রান্তি মাঝে হরি শান্তি দাও দাও॥
কাণ্ডারি হে আমার, পার কর কর পার,
উত্তাল তরঙ্গ অশান্তি পারাবার,
অভাব দৈন্য শত হৃদি-ব্যথা-ক্ষত,
যাতনা সহিব কত প্রভু কোলে তুলে নাও॥
হে দীনবন্ধু করুণাসিন্ধু,
অম্বর ব্যাপি' ঝরে তব কৃপা-বিন্দু,
মরুর্ মতন চেয়ে আছি নব ঘনশ্যাম
-
আকুল তৃষ্ণা ল'য়ে প্রভু পিপাসা মিটাও॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের
নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৯) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত
হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৫ মাস।
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। [গীতি-শতদল-৫২। সিন্ধু-কাওয়ালি]।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা
৫২। সিন্ধু-কাওয়ালী। পৃষ্ঠা ৩১২]
- রেকর্ড:
এইচএমভি [নভেম্বর
১৯৩২ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৯)]। এন ৭০৫০। শিল্পী: মিস্ বীণাপাণি
- স্বরলিপি ও স্বরলিপিকার:
ইদ্রিস আলী [নজরুল সঙ্গীত স্বরলিপি, দ্বাবিংশ খণ্ড,
নজরুল ইন্সটিটিউট, ঢাকা ভাদ্র, ১৪০৭/
সেপ্টেম্বর, ২০০০ খ্রিষ্টাব্দ] ১৮ সংখ্যক গান।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
- সুরাঙ্গ: ভজন
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: সা